নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং ৩০ জনেরও বেশি আধাসামরিক বাহিনীর সদস্য আহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, হামলাটি ঘটেছে নোশকি জেলার একটি রাস্তায়, যেখানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা একটি বিস্ফোরক ভর্তি গাড়ি চালিয়ে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর একটি কনভয়ে আক্রমণ চালায়। তবে, বেলুচ লিবারেশন আর্মি (BLA) এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানে স্বাধীনতার জন্য লড়াই করা।
/anm-bengali/media/media_files/2025/03/16/1000171095-363037.jpg)
উল্লেখ্য, এই হামলার কয়েকদিন আগে, এই একই গ্রুপ একটি ট্রেন ছিনতাই করে ৩৬ ঘণ্টা ধরে যাত্রীদের বন্দী করে রাখে। তারপরেই আবার এই হামলার ঘটনা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করেছে। এদিকে, নোশকি জেলার সিনিয়র পুলিশ সুপার হাশিম মোমান্দ জানিয়েছেন, হামলায় বাহিনীর সদস্যরা গুরুতর আহত হলেও তাদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই হামলা বেলুচিস্তান অঞ্চলের অশান্ত পরিবেশের মধ্যে নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে, যেখানে স্বাধীনতার দাবি তুলে দীর্ঘদিন ধরে আক্রমণ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো।