নিজস্ব সংবাদদাতা: মালদ্বীপকে কট্টরপন্থী ইসলামিক রাষ্ট্র তৈরির পথে আরও এক ধাপ এগোল রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু। একদিকে গাজার সঙ্গে যুদ্ধের কারণে মালদ্বীপ প্রশাসন ইজরায়েলের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। এই ঘোষণার পরেই ইজরায়েলের বিদেশমন্ত্রী তাঁদের পর্যটকদের মালদ্বীপ ছাড়তে অনুরোধ করেছেন। এছাড়া শরিয়া শাসনের প্রথম ধাপ হিসেবে মালদ্বীপের পুলিশ বিকিনি পরিহিতা পর্যটকদের গ্রেফতার করতে শুরু করেছে। মহিলা পুলিশ নয়,পুরুষ পুলিশরাই রীতিমতো বিদেশি মহিলাদের টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে । পুলিশের বিরুদ্ধে উঠছে শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনার জেরে মালদ্বীপের পর্যটন ব্যবসা আরও ক্ষতিগ্রস্ত হবে তা বলার অপেক্ষা রাখে না।