নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহে পেরুর একটি আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্নুৎপাত শুরু হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। যার ফলে আগ্নেয়গিরি সংলগ্ন এলাকা ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। ফের একবার অগ্নুৎপাতের খবর পাওয়া গেল। তবে এবার আর পেরুতে নয়, দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডের রেকজেনেস উপদ্বীপে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
এই আগ্নেয়গিরি আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকের কাছে অবস্থিত। আইসল্যান্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, রেকজেনেস উপদ্বীপে তীব্র ভূমিকম্প হয়েছিল। যার ফলে আগ্নেয়গিরিটি জেগে উঠেছে। তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পরিমাণ খুব বেশি নয়। তাই ওই এলাকায় যারা বসবাস করেন, তাঁদের আসন্ন কোনও বিপদের আশঙ্কা নেই।