নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান পদে আসীন হয়েছেন মহম্মদ ইউনুস।
অনেকেই মনে করছেন কিছুটা হলেও শান্তি ফিরেছে বাংলাদেশে। কিন্তু যেই ছাত্র রাজনীতির জন্য উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ, সেটাকে সামনে রেখেই পাওয়া গেল এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর এক সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে রায় দিয়েছেন বাংলাদেশের ৯৩% মানুষ।
আবার ৫% মানুষ মনে করেছেন যে ছাত্র রাজনীতি বন্ধ করা একেবারেই উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত নয়, কিন্তু দলীয় সম্পর্ক যুক্ত ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।