নিজস্ব সংবাদদাতা:2014, 2018 এবং 2024 সালের আওয়ামী লীগ শাসনামলে বিতর্কিত আগের তিনটি নির্বাচন সহ বিগত সব নির্বাচনের অনিয়ম ও ত্রুটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি)।
এ এম এম নাসির উদ্দিন ১০টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্বাচনী ব্যবস্থার পতন বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সিইসি লিখিত নির্দেশনা জারি করে, নির্বাচনী অনিয়ম ও ঘাটতি চিহ্নিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে ইসি সচিবালয়ে জমা দিতে বলেন। ইসি পুনর্গঠনের পর সুশীল সমাজ, গণমাধ্যমের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা বিগত নির্বাচনের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা বাংলাদেশের ভোট ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।