বাংলাদেশের দূর্গাপুজা- অস্থিরতার মাঝেই বড় বার্তা জানিয়ে দেওয়া হল- জানুন ভারতীয়রাও

কি জানানো হল?

author-image
Aniket
New Update
j

নিউজ ডেস্ক, ঢাকা: বাংলাদেশে আসন্ন দূর্গাপুজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে। তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উৎসবের আনন্দ করতে চান। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

v

সবগুলো মন্দির সুরক্ষার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর টিমসহ থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। গ্রাম পুলিশ ও ইউনিয়নভিত্তিক পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক টহলে আছেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

h

তবে বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীর মানুষজন পূজা উদযাপন করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

c

উল্লেখ্য, আগামী ৯ থেকে ১৩ অক্টোবর সারা বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। গতবছর সারাদেশে ৩২ হাজার ৪০৮ টি মণ্ডপে দুর্গাপূজা ‍উদাপতি হয়েছে। এবছর ৩২ হাজার ৬৬৬ টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।