নিজস্ব সংবাদদাতা: দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ। ধৃতদের নাম ইউসুফ আলি(২০) ও মাসুম রেজা(২৯)। এদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়।
রবিবার রাতে ভগবানগোলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর বাবুপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর পাশাপাশি, সাইমুদ্দিন শেখ নামে লালগোলা থানা এলাকার বাসিন্দা এক ভারতীয়কেও গ্রেফতার করা হয়। মূলত, সইমুদ্দিন শেখের সহায়তায় তারা ভারতে প্রবেশ করেছিল বলে জানা গেছে।
রবিবার রাতে ভগবানগোলা থানার একটি টিম চরবাবুপর এলাকায় অভিযান চালায় এবং দুই বাংলাদেশি ও এক ভারতীয়কে গ্রেফতার করে। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আরও দুজন সেখান থেকে চম্পট দেয়। সোমবার দুপুর বারোটা নাগাদ ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ভগবানগোলা থানা থেকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়।