বাংলাদেশ: পুজো নিয়ে উদ্বেগ রয়েছেই

পুজো নিয়ে উদ্বেগ রয়েছেই বাংলাদেশের পুজো উদ্যোক্তাদের।

author-image
Aniket
New Update
y

ঢাকা, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে দুর্গাপূজার আর মাত্র ৮ দিন বাকি। দুর্গা পূজাকে ঘিরে ঘটে যাওয়া বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা সংখ্যালঘুদের মনে তৈরি করেছে ভীতি ও উদ্বেগ। দুর্গার আগমনের দিন যত ঘনিয়ে আসছে, উদ্বেগ আরো বাড়ছে। দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ঘটনা নতুন নয়। কিন্তু অন্য বছরের চেয়ে এ বছর পরিবেশটা একেবারেই ভিন্ন।

y

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা, ঢাকার উত্তরার কয়েকটি সেক্টরের মাঠে পূজা মণ্ডপ তৈরি না করার দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও মিছিল; খুলনার দাকোপের কয়েকটি উপজেলার বিভিন্ন মন্দিরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে উড়োচিঠি পাওয়া; সর্বজনীন দুর্গাপূজার তীব্র বিরোধীতা করে হিন্দু সম্প্রদায়কে হুমকি দিয়ে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’র ১৬ দফা দাবিতে মানববন্ধন; প্রকাশ্যে মিছিল থেকে সংখ্যালঘুদের ‘ভারত চলে যাও’ স্লোগান দেয়ার বিষয়গুলো নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে। প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের বিষয়ে আশ্বাস পাওয়ার পরও উদ্বেগ কাটছে না তাদের। এমন পরিস্থিতিতে কোনো কোনো মন্দির পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে অস্থায়ী মণ্ডপগুলোতে এ বছর পূজা আয়োজন থেকে বিরত থাকছেন অনেক আয়োজক। যারা পূজা করছেন তাদের অনেকেই জানিয়েছেন, এবার পূজার দিনগুলোতে উচ্ছাসের বদলে উদ্বেগ থেকে যাবে। কেবলমাত্র ধর্মীয় আচার মেনেই পূজা সম্পন্ন করবেন তারা। 

c

তবে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার ঢাকার সচিবালয়ে বলেছেন, বাংলাদেশে পূজা যেন নির্বিঘ্নে হতে পারে, সেজন্য সরকার যত পদক্ষেপ প্রয়োজন সব পদক্ষেপই নেবে। অতীতের চেয়ে এবারেই ভালো পূজা হবে। এই জন্য সবার সাহায্য ও সহযোগিতা বাংলাদেশ চায়। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলবো না, তবে সন্তোষজনক। এটাকে কীভাবে আরও ভালো করা যায় উপদেষ্টা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতির দিকে যাবে। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করনে।

y

বাংলাদেশে পূজার ছুটি তিনদিন করার দাবি নিয়ে কোনো কথা হয়েছে কি না– জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি। এমনকি পূজার তিনদিন ছুটি করা নিয়ে আমি কোনোদিন বলিনি। এটা আমার আওতায় মধ্যে পড়ে না।

y

এবার বাংলাদেশ জুড়ে ৩২ হাজার ৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার দুই সিটিতে ২০৫ টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে বাংলাদেশ জুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এবছর ১২ অক্টোবর নবমী ও একই দিনে বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মালম্বীরা বলছেন এবার দেবী দুর্গা আসছেন দোলায় চড়ে ফিরবেন ঘটে করে।