নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে কার্ফু জারি করা হয়েছিল আগেই। এবার আরও কড়া পথে হাঁটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। যা জানা যাচ্ছে, সারা বাংলাদেশ জুড়ে ‘শুট অন সাইট’ জারি করেছে সরকার। অর্থাৎ দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হল সেনা বাহিনীকে। কোটা সংস্কারের দাবিতে গত কয়েক দিন ধরে বাংলাদেশে যে আন্দোলন চলছে, তাতে শনিবার পর্যন্ত মারা গিয়েছেন ১১৪ জন বলে জানা যাচ্ছে। ওই দেশে শনিবারই নতুন করে ৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন। আর এবার বিক্ষোভকারী দেখা মাত্রই যে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, তাতে যে হু হু করে মৃতের সংখ্যা বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।