হাবিবুর রহমান, বাংলাদেশঃ উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশের পাহাড়ি জনপদ। হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালা। গতকাল বৃহস্পতিবার রাতে দীঘিনালায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের মধ্যে গুলি চলে। এছাড়াও, দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
সূত্র মারফত জানা গিয়েছে যে, দীঘিনালার লারমা স্কয়ারে অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে দীঘিনালা এলাকায়। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে , গত বুধবার নোয়াপাড়ায় পাড়ায় মামুন নামে এক বাঙালি যুবককে মোটর সাইকেল চুরির অভিযোগে গণপিটুনি দেওয়া হয়।গণপিটুনিতে তার মৃত্যু হয়। এরই প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে লারমা স্কয়ারে ৬০টি দোকানে বিক্ষুব্ধরা আগুন দেয়। গভীর রাত পর্যন্ত বিক্ষোভ ও সংঘর্ষ এবং দীঘিনালা কলেজের পাশের শতাধিক দোকানপাট ও বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, এই সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরূল হক। আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায়, তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে সূত্রের খবর।