ভারতের তেল আর নেবে না বাংলাদেশ, জানিয়ে দিল সাফ ভাষায়

বর্তমানে ভারতের থেকে কোন সাহায্য নেবে না বলে স্থির করেছে ইউনুসের দেশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
UTYIU89

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে একের পর এক বিশদগার করছে বাংলাদেশ। এমনকি ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার বার্তাও দিয়েছে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের সম্পর্কে তিক্ততা কমাতে প্রায় কোন পদক্ষেপই নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। 

আলু পেঁয়াজ নেওয়া আগেই বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একসময় ভারত থেকে যাওয়া আলু পেঁয়াজে পেট ভরতো বাংলাদেশের। কিন্তু এখন তারা অন্য দেশ থেকে এই আলু পেঁয়াজ আমদানি করছে। এবার ভারতের দেওয়া ভোজ্য তেল তারা খাবে না বলে স্থির করেছে। 

২০২৩ সালের নভেম্বর মাসে ভারতের থেকে শেষ বারের মতো তেল কিনেছিল বাংলাদেশ। সয়াবিন তেল নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের। কোন কোন পণ্যের জন্য ভারতের উপর নির্ভর করে থাকে বাংলাদেশ জানেন? ২০২৩ সালে বাংলাদেশ ভারতের থেকে কিনেছিল ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল! সেই তেলে এতদিন চলে গিয়েছে! 

Petroleum oil

তবে এবার আর তারা তেল কিনবে না বলে স্থির করেছে! এই বছর ভারতের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে! তাই ভারত থেকে নয়, তারা তেল আনছে সুদূর আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে! আর্জেন্টিনা ও ব্রাজিলের সঙ্গে সম্পর্ক বেশ ভালো হয়েছে বাংলাদেশের! চারটি জাহাজে করে ৫২ হাজার টন অপরিশোধিত সোয়াবিন তেল নিয়ে এসেছে তারা!

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই খবর! তবে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে এই তেল আনায় প্রতি লিটারে আট টাকা করে সোয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ। যদিও বর্তমানে ভারতের থেকে কোন সাহায্য নেবে না বলে স্থির করেছে ইউনুসের দেশ।

xjkl