বাংলাদেশ:  দূর্গাপূজা নিয়ে জানুন বিশেষ আপডেট

বাংলাদেশ দুর্গাপূজা নিয়ে আপডেট জানুন। 

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে। সকালে মন্দিরে মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা এবং সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সারা বাংলাদেশে শুরু হয় দুর্গোৎসব। 


ঢাকার রামকৃষ্ণ মিশনের নির্ঘণ্টে বলা হয়েছে, সকাল ৬টা ১০ মিনিটে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস হয়েছে। উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা বিকেল ৫টার পরে আরম্ভ হয়।পূজাকে আনন্দমুখর করে তুলতে বাংলাদেশে বিভিন্ন পুজো মণ্ডপে ঢাকঢোল, কাঁসর এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে। 


ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ঢাকায় কেন্দ্রীয় পূজা উৎসব হিসাবে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মণ্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচী পালিত হচ্ছে। এছাড়াও বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।


এবার সারা বাংলাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর ২৫২ টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে।