বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ আদালতে

সাম্প্রদায়িক সম্প্রীতিতে সকলে বসবাস করছে এবং আগামী দিনেও করবে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Iskcon_Prabartak_Sri_Krishna_Temple_Chittagong_Bangladesh

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন। হাইকোর্টে খারিজ হয়ে গেল রিট পিটিশন। এদিন আদালতের তরফে জানানো হয়, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। 

শুনানি চলাকালীন আইনজীবী মনির উদ্দিন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। রিট পিটিশন খারিজ করে দিয়ে বলা হয়, শান্তি রক্ষায় সরকার যাবতীয় পদক্ষেপ করবে। কিন্তু কোনও ভাবেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না। সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, সম্প্রতি হিংসা প্রতিরোধে সরকার কী কী পদক্ষেপ করেছে। সরকার জানিয়েছে, সিসিটিভি বসানো হয়েছে। 

1867195-bangla

ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে। হাইকোর্টেও দাবি উঠেছিল। এদিন হাইকোর্টে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ জানায়, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ নিষিদ্ধ করা হবে কি না, তাঁর সিদ্ধান্ত নেবে সরকার। এই নিয়ে আদালতের হস্তক্ষেপ সঠিক হবে না। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ইসকনের বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে। হাইকোর্টের তরফেও জানানো হয়, বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে সকলে বসবাস করছে এবং আগামী দিনেও করবে। 

bangladesh vgfbn