নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে একাংশ বিক্ষোভ করেন। চাপের মুখে ডেপুটি গভর্নর সহ একাধিক ব্যাঙ্ক আধিকারিকরা পদত্যাগ করেন। সেনা নিরাপত্তায় কোনও রকমে তাঁরা ব্যাঙ্ক ছাড়েন। বাংলাদেশের নোটের ওপর মুজিবর রহমানের ছবি। সেই নোট বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারমধ্যেই ভারতের রুপির প্রেক্ষিতে বাংলাদেশি টাকার মূল্য কমতে শুরু করেছে।
/anm-bengali/media/media_files/ik2bfU0vybqb9JEx7VSA.webp)
/anm-bengali/media/media_files/PbuFaiJUdwQSLIGckgFv.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)