বাংলাদেশ: মুক্তিযুদ্ধে বাংলাদেশে জন্য সর্বস্য লড়াই করেছিলেন, আজ সেই বৃদ্ধের গলাতেই ঝোলানো হল জুতোর মেলা- মুক্তিযোদ্ধাদের এ কোন প্রতিদান দিচ্ছে কট্টর মৌলবাদীরা? প্রতিবেদন পড়ে চমকে যাবেন

 মুক্তিযুদ্ধে বাংলাদেশে জন্য সর্বস্য লড়াই করেছিলেন, আজ সেই বৃদ্ধের গলাতেই ঝোলানো হল জুতোর মেলা।

author-image
Aniket
New Update
কি

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে কুমিল্লার চৌদ্দগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার নাম আবদুল হাই ওরফে কানু (৭৮)। তিনি ঘটনাস্থলের পাশের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। আবদুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। তাঁর পরিবারের অভিযোগ, লাঞ্ছিতকারীরা সবাই স্থানীয় জামায়াত-শিবিরের নেতা–কর্মী। আবদুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতি করলেও আবদুল হাই ছিলেন নির্যাতনের শিকার। চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় আট বছর এলাকাছাড়া ছিলেন তিনি। তাঁর বাড়িঘরে একাধিকবার হামলা চালিয়েছেন মজিবুলের লোকজন। সম্প্রতি তিনি বাড়িতে গিয়েছেন। রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরই তাঁকে আটক করেন একদল লোক। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে তাঁর গলায় জুতার মালা পরিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়। লাঞ্ছিতকারীরাই ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান বলেন, ‘কিছুক্ষণ আগেই ওসি সাহেব আমাকে বিষয়টি জানিয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করার ঘটনা মেনে নেওয়ার মতো না। আমরা ঘটনাটির খোঁজখবর নিয়ে দেখছি। জামায়াত ও শিবিরের কোনো নেতা–কর্মী এই ঘটনায় জড়িত হয়ে থাকলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।’