নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশঃ ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাংলাদেশে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কার্যত বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে গিয়েছে বহু টিনের বাড়ি। আহত হয়েছেন অন্তত তিনজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়াও কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
সূত্র মারফত জানা গিয়েছে, সাগর উত্তাল থাকার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সৈকতে ট্যুরিস্টদের প্রবেশ আটকাতে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও, সিপিপি স্বেচ্ছাসেবক টিমও কাজ করছে।
আরও জানা গিয়েছে যে, পায়রা সমুদ্রবন্দরসহ বাংলাদেশের অন্যান্য সমুদ্রবন্দরে আজও তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে।