ভারতীয় পণ্য বিসর্জন! বাংলাদেশের সিদ্ধান্তে হতবাক বিশ্ব

বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়েছে 'ইন্ডিয়া আউট' বা ভারতীয় পণ্য বর্জনের প্রচার। বাংলাদেশের বিরোধী দল বিএনপি এই প্রচারকে সমর্থন করছে। যদি শেখ হাসিনা সরকার ঘটনার তীব্র প্রতিবাদ করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hasinabang

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়েছে  'ইন্ডিয়া আউট' বা ভারতীয় পণ্য বর্জনের প্রচার। এই প্রচার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ভারত-বিরোধী এই প্রচারকে সরাসরি সমর্থন করছে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  ঘটনার তীব্র বিরোধিতা করেছে আওয়ামি লিগ। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মেহমুদ সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন, "বাজারের স্থিতিশীলতা নষ্ট করে পণ্যের দাম বাড়ানোর জন্য এই বয়কটের ডাক দেওয়া হয়েছে।"

modi hasina.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg