নিজস্ব সংবাদদাতা: শান্তিতে নোবেল পাওয়া ইউনূস সরকারের থাকাকালীন শান্তিতো দূরের কথা হিন্দু নিধনে চরম অশান্তি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। গতকাল ভারতীয় প্রতিনিধি শান্তির বার্তা নিয়ে ইউনূস সরকারের প্রতিনিধির সাথে বৈঠক করেন। তবে এই দিনেই এবার এক বড় ভিডিও সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, যে বাংলাদেশ আতিথিয়তার জন্য পরিচিত সেই বাংলাদেশেরই নোংরা রূপ।
বাংলাদেশে ঘুরতে যাওয়া এক হিন্দুকে সোজা মুখের সামনে দাঁড়িয়ে মৃত্যুর হুমকি দিল মৌলবাদীরা। তিনি নিজে ভয়ে রয়েছেন এবং এই বিষয়ে ক্যামেরার সামনে জানিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, কোথায় ইউনূস? এখনও কেনও পদক্ষেপ নিচ্ছেন না তিনি? শান্তির নোবেল পেলেও শান্তি কি আদও তিনি চান? নাকি সরকারের চেয়ার তার মাথা ঘুরিয়ে দিয়েছে? এই প্রশ্নই বর্তমানে সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। দেখুন ভিডিও-