বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! তদন্ত কমিটি ভেঙে দেওয়া নিয়ে একাধিক জল্পনা দেখা দিয়েছে

বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি ভেঙে দেওয়া নিয়ে একাধিক জল্পনা দেখা দিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা:  ঢাকায় বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। গতকাল কমিটি করার পরে গতকাল রাতেই সেই কমিটি বাতিল করে দেওয়া হয়। পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নতুন করে কমিটি গঠন করেছে।  কিন্তু পুরনো কমিটি কেন ভেঙে দেওয়া হল। সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে,  নতুন কমিটিতে রয়েছেন পুলিশ মহাপরিদর্শক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়াও আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিজি-কে এই কমিটির সচিব করা হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী বলেছিলেন, 'মঙ্গলবার রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ৬ তলায়। পরে তা ৭ ও ৮ তলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন। আহত আছেন ২ থেকে তিনজন।'

জাতীয় নাগরিক কমিটির সারজিস আলম অভিযোগ করেন, এই অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে। অন্যদিকে, ইউনুসের সরকারের উপদেষ্টা তথা ছাত্রনেতা আসিফ মাহমুদ এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'বিগত সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকে যে দুর্নীতি হয়েছে, তা নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।'