বাংলাদেশের দুর্গাপূজা- বড় খবর

বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে বড় খবর। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
ds

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজে ব্যস্ত শিল্পীরা। শহর এবং গ্রামীণ জনপদের দুর্গাপূজা মন্ডপ ও মন্দিরগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত কেউ মাটি তৈরি করছেন, কেউ আবার মাটি দিয়ে হাত-পা বানাচ্ছেন।

দেবী দুর্গা, সরস্বতী, লক্ষী, গণেশ, কার্তিক সহ বিভিন্ন দেব ও দেবীর ধরনের প্রতিমা তৈরির কাজ করছেন কারিগরেরা। ঢাকার মন্দিরগুলোতে এখন পুরোদমে প্রতিমার গায়ে রং তুলি দিয়ে রং লাগানো হচ্ছে। 

c

তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে রং, তুলি ও সাজসজ্জার দাম বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিল্পীদের।

এবার বাংলাদেশ জুড়ে ৩২ হাজার ৬৬৬ টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এ ছাড়া ঢাকার দুই সিটিতে ২০৫ টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে বাংলাদেশ জুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এ বছর ১২ অক্টোবর নবমী ও একই দিনে বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। এবার দেবী দুর্গা আসছেন দোলায় চড়ে ফিরবেন ঘটে করে।

impac puja 2024