নিজস্ব সংবাদদাতা: রবিবার এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বিগত বছরগুলোতে বিচারপ্রক্রিয়ায় আমাদের বিচারবোধ এবং ন্যায়বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত করা হয়েছে। সততার বদলে শঠতা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এ রকম সমাজ–রাষ্ট্র আমরা চাই না।’
পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি।...এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমি ওপরে যেমন মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই চ্যালেঞ্জ অনেক বড়। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণকেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। আমরা সকলেই অবগত আছি, দেশের এই ক্রান্তিলগ্নে ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এ পর্যায়ে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের আশ্বস্ত করতে চাইছি, এই পরিস্থিতি থেকে উত্তরণকল্পে বিচার বিভাগ প্রাতিষ্ঠানিক, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে।’
আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছি... মন্তব্য খোদ বাংলাদেশের প্রধান বিচারপতির
বাংলাদেশের প্রধান বিচারপতি বলেন, "আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছি।"
Follow Us
নিজস্ব সংবাদদাতা: রবিবার এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বিগত বছরগুলোতে বিচারপ্রক্রিয়ায় আমাদের বিচারবোধ এবং ন্যায়বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত করা হয়েছে। সততার বদলে শঠতা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এ রকম সমাজ–রাষ্ট্র আমরা চাই না।’
পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি।...এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমি ওপরে যেমন মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই চ্যালেঞ্জ অনেক বড়। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণকেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। আমরা সকলেই অবগত আছি, দেশের এই ক্রান্তিলগ্নে ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এ পর্যায়ে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের আশ্বস্ত করতে চাইছি, এই পরিস্থিতি থেকে উত্তরণকল্পে বিচার বিভাগ প্রাতিষ্ঠানিক, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে।’