ভারতীয় নায়িকারা শরীর কামিয়ে যা কামায়, তাতেই ভারতের চলে! ফের মন্তব্য বাংলাদেশের

বিএনপি নেতা ভারতীয় সংস্কৃতির অপমান করেন। এক বিএনপি নেতা বলেন, ভারতীয় নায়িকারা শরীর কামিয়ে যা কামায়, তাতেই ভারতের চলে।

author-image
Tamalika Chakraborty
New Update
Bangladesh

নিজস্ব সংবাদদাতা:   বাংলাদেশ বার বার বিস্ফোরক মন্তব্য করছে। যে মন্তব্য যতটা হুমকির তার থেকে বেশিরভাগটাই হাস্যকর। নিজেদের কাছে পরমাণু অস্ত্র না থাকার পরেও ভারতে পারমাণু হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ। বিএনপি নেতা বর্তমানে দাবি করেছে, ভারতে  বাংলাদেশের সাহায্য ছাড়া একা চলার সামর্থ্য নেই। সেই কারণেই  ভয়ে কাঁপছে। এর সঙ্গে হাবিবুর নবী খান সোহেল নামের বিএনপি নেতা বলেছেন, “ওরা রাফাল রাফাল বিমানের ভয় দেখায়। আরে ভাই আছে কটা রাফাল বিমান। ওদের কাজ বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ভয় দেখায়। কী বলে জানেন? রাফাল বিমান নাকি বাংলাদেশে এলে আমরা টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফাল বিমান লাগে। আর আপনাদের তো টয়লেট পেলে রাস্তায় বসে রাস্তায় বসে পড়েন।”

পাশাপাশি তিনি ভারতীয় সংস্কৃতি নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন,  “নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা সংক্ষিপ্ত কাপড় পরে। শরীর প্রদর্শন করে যা কামায়, সেই দিয়ে চলে। মনে রাখবে আমরা যদি একবার লুঙ্গিতে মালকোচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে।” 

এর আগে  বাংলাদেশের প্রাক্তন সেনা সদস্য কলকাতা দখলের হুমকি দিয়েছিলেন। তিনি চারদিনেই কলকাতা দখল করবেন জানান।  বিএনপি নেতা রিজভি বলেছিলেন শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, ওড়িশারও দখল নেবে বাংলাদেশ। আর এবার আসরে নামলেন আর এক বিএনপি নেতা।