অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে প্রথমবার বিবৃতি দিলেন শেখ হাসিনা

'সবকিছুর জন্যই ইউনূস সরকার দায়ী’।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
hasina protest1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের পরিস্থিতি গত কয়েকদিনে ক্রমেই উত্তপ্ত হয়েছে। সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারির পর থেকে বারবার সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। এবার সেই ইস্যুতে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর বিবৃতিতে স্পষ্ট ভাবে জানিয়েছেন যে, ‘ইউনূস সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি, সবকিছুর জন্যই ইউনূস সরকার দায়ী’।

আওয়ামি লিগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনার সেই বিবৃতি। সেখানে শুরুতেই চট্টগ্রামে মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করেছেন হাসিনা। তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

hasinaflew

এরপরই এই সবকিছুর জন্যে ইউনূস সরকারকে কাঠগড়ায় তুলেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার। পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

সম্প্রতি ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এদিন তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলেছেন শেখ হাসিনা।

bangladesh hindu protest