নিজস্ব সংবাদদাতা : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা সম্প্রতি বলেছেন, "দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে"। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের কারণে শুধু একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে, আর অন্য কোনো ভবনে তেমন ক্ষতি হয়নি।
/anm-bengali/media/media_files/2025/03/29/P9GMqnJj1UFVPXWcBRcL.jpg)
প্রধানমন্ত্রী আরও বলেন, ধসে পড়া ভবনটির ব্যাপারে তদন্ত করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা যায়। থাইল্যান্ডে এই ভূমিকম্পের ফলে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে প্রতিবেশী দেশ মায়ানমারে মৃতের সংখ্যা ১,০০০ এরও বেশি। সাহায্যকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছে।
/anm-bengali/media/media_files/2025/03/29/smmY2OUntp7gpUv04bSF.jpg)
উল্লেখ্য, এখন থাইল্যান্ডে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু মায়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।