নিজস্ব সংবাদদাতা : আজ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিরীহ বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের অভিযোগ তুলেছে বালোচ নেতারা। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর আজ পাকিস্তানি সেনাবাহিনীর তরফ থেকে গুলি চালানো হয়েছে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/wOVogD4MdWIu9e9dNCRq.jpg)
এই বিষয়ে বালোচ নেতারা পাকিস্তানের এই মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করে বলেন, ''আমাদের আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় বাহিনী শক্তি প্রয়োগ করছে।'' এই ঘটনার পর, বালুচিস্তানের উপর আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে বালোচ গোষ্ঠী।