কি বললেন ওমর আবদুল্লাহ?
পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কেন ভারতের কোনও ক্ষতি করতে পারল না! বোঝালেন ভারতের DGMO
ভারত কিরানা পাহাড়ে আঘাত করেছে কিনা জানতে চাইলে, এয়ার মার্শাল এ কে ভারতী কি বললেন?
আরেকটি যুদ্ধ হলে এই যুদ্ধের থেকে সম্পূর্ণ আলাদা হবে- কিসের ইঙ্গিত দিলেন এয়ার মার্শাল?
পাকিস্তান- ধংসযজ্ঞের ছবি প্রকাশ্যে আনল ভারত
BREAKING: অপারেশন সিঁদুরে শুধু তিন বাহিনী নয়, ভারতবাসীকেও কৃতিত্ব দিলেন এয়ার মার্শাল!
BREAKING: আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই- বিস্ফোরক এয়ার মার্শাল
‘Signing off’ বিরাটের একটা ম্যাসেজ ঝড় তুললো বিরাট ফ্যানেদের মনে, যা জানা গেল মানা যাচ্ছে না!
Breaking: ফের জটিল পরিস্থিতি, ভারত-পাকিস্তান DGMO বৈঠকের সময় বদল, দুপুরে না এবার সন্ধ্যায় হবে বৈঠক

আজও হল না চিন্ময় কৃষ্ণের জামিন! হাইকোর্টের প্রশ্নের মুখে ইউনূস সরকার

হাইকোর্টের বেঞ্চ ইউনূস সরকারের কাছে জানতে চেয়েছে, কী ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক রাখা হয়েছে এবং কেন তাঁকে জামিন দেওয়া হবে না ।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
chinmay krishna das

হাইকোর্টের বেঞ্চ ইউনূস সরকারের কাছে জানতে চেয়েছে, কী ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক রাখা হয়েছে এবং কেন তাঁকে জামিন দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে এর ব্যাখ্যা চেয়ে হলফনামা চাওয়া হয়েছেসন্ন্যাসীর জামিন আবেদনের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার আদালতে সওয়াল করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

 

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা আদালতে জানান, ত্রাসের দেশ বাংলাদেশে দুর্গত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো সন্ন্যাসীকেই অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁরা আদালতে তুলে ধরেন, তিন মাস ধরে বিনা বিচারে জেলে বন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস এবং তাঁর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবীরা হামলা ও হুমকির শিকার হয়েছেন। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতের কাছে প্রশ্ন তোলেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যদি না থাকে, তাহলে তাঁকে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হলো? তিনি আরও বলেন, শুধুমাত্র একজন বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে কীভাবে সন্ন্যাসীকে আটক করা হল?

 

গত ২২ নভেম্বর রংপুরে সংখ্যালঘু হিন্দুদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। তার তিন দিন পর, ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরদিন তাঁর জামিন আবেদন খারিজ হয়ে যায়। এরপর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠেন। তবে সেই থেকেই বারবার পিছিয়ে দেওয়া হয়েছে জামিন শুনানি। তিন মাস ধরে জেলে বন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস।হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সরকারকে হলফনামার মাধ্যমে ব্যাখ্যা দিতে হবে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হবে না। এই মামলার পরবর্তী শুনানির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।