নিজস্ব সংবাদদাতা: গ্রিসের কাছে সমুদ্রে অভিবাসী ভর্তি জাহাজ ডুবে গিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপের সবচেয়ে মারাত্মক জাহাজডুবির ঘটনার মধ্যে একটি এটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭৯ জন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে৷ অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। জানা যাচ্ছে, জাহাজটিতে প্রায় ৭৫০ জন অভিবাসী ছিল। জাতিসংঘের অভিবাসন সংস্থা অবশ্য জাহাজটিতে ৪০০ জন অভিবাসী ছিল বলে অনুমান করেছে।