নিজস্ব সংবাদদাতা: শনিবার উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছে। গাজায় নতুন করে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। গত এক বছরের বেশি সময় ধরে গাজায় ইজরায়েল হামলা চালাচ্ছে। ঘটনায় কয়েক হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। গাজা জুড়ে তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। বহু মানুষ বাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে থাকে বাধ্য হচ্ছেন। স্বাস্থ্য পরিসেবা ভেঙে পড়েছে। চিকিৎসা পাচ্ছেন না রোগীরা সাধারণ মানুষ। চিকিৎসার অভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে।