ভারতে ষড়যন্ত্রের ছক! পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে বিস্ফোরক

বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে পাকিস্তান থেকে জাহাজ এসে নোঙর করেছে। সেখানে প্রচুর বিস্ফোরক এসেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। বাংলাদেশের আওয়ামি লিগ এই অভিযোগ করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
explosive bangadesh


নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে পাকিস্তান থেকে জাহাজ এসে নোঙর করেছে। সেখানে প্রচুর বিস্ফোরক এসেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। বাংলাদেশের আওয়ামি লিগ এই অভিযোগ করেছে। 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝং' নামের একটি জাহাজ ২১ ডিসেম্বর বাংলাদেশে এসে পাকিস্তানের জাহাজ। অভিযোগ সেখানে অনেক কন্টেনার ছিল। তার মধ্যে একটি কন্টেনারে 'সেসমিক ইমালশন এক্সপ্লোসিভ' পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

আওয়ামি লিগের তরফে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশেরই সংবাদমাধ্যমের একটি লিঙ্ক শেয়ার করেছে।  সেখানেই দাবি করা হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশে বিস্ফোরক এসেছে। সেই বিস্ফোরকগুলো কম্বোডিয়ান প্রতিষ্ঠানের তৈরি বলেও আওয়ামি লিগের তরফে অভিযোগ করা হয়েছে। ওই বিস্ফোরকের ক্ষমতা এতটা বড় বড় বিল্ডিং এক নিমেষে উড়িয়ে দেওয়া যাবে। এদিকে অন্য এক রিপোর্টে দাবি করা হয়েছে, বিস্ফোরক দ্রব্যের একটি অংশ ইতিমধ্যে সিলেট এবং অন্যটি কেরাণীগঞ্জে চলে গিয়েছে। যদিও এই বিস্ফোরক নির্মাণকাজের জন্যে আনানো হয়েছে, নাকি অন্য কোনও কাজের জন্যে, তা স্পষ্ট নয়।

ভারত প্রথম থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় ভারতীয় গোয়েন্দারা উদ্বেগ প্রকাশ করেছে। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছিল, পাকিস্তান থেকে বাংলাদেশে এমন কিছু আসতে পারে, যা ভারতে অস্থিরতা তৈরি করতে পারে। পরোক্ষে ভারতীয় গোয়েন্দারা পাকিস্তান থেকে বাংলাদেশে বিস্ফোরক আসার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।