নিজস্ব সংবাদদাতা: গোটা বিশ্বে প্রথম রাত বারোটা বাজে এখানেই। এখানেই প্রথম সূর্যোদয় হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে আজকের সূর্যোদয় হোক কিংবা রাত ১২ টা অন্যান্য দিনের তুলনায় একেবারে আলাদা। কেননা আজ থেকে শুরু হয়ে গেল নতুন একটি বছর।
আমাদের এখনও অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ডে হয়ে গেছে নতুন বছর। এখানেই প্রথম ২০২৫-এর উদযাপন শুরু হল। নতুন বছরকে স্বাগত জানাতে এদিন সেজে উঠেছে অকল্যান্ড। চলছে আতশবাজির খেলা। আপনাদের জন্যেও রইলো সেই ঝলক।