নিজস্ব সংবাদদাতাঃ আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধান মুসা ফাকি মাহামাত সুদানে অবিলম্বে'যুদ্ধবিরতি মিশনে যাওয়ার পরিকল্পনা করছেন। জরুরি বৈঠকের পর আফ্রিকান ইউনিয়ন (এইউ) এক বিবৃতিতে বলেছে, 'সুদানে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ও সংলাপ সহজতর করার জন্য সংঘাতের পক্ষগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এইউ কমিশনের চেয়ারপার্সনকে তার অফিস ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে। এবং যুদ্ধবিরতির দিকে পক্ষগুলোকে সম্পৃক্ত করার জন্য অবিলম্বে সুদান ভ্রমণের জন্য তার প্রতিশ্রুতির প্রশংসা করেন।' গভীর উদ্বেগ প্রকাশ করে প্যান-আফ্রিকান সংস্থাটি দুই পক্ষের বাহিনীকে 'বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের রক্ষা' করার আহ্বান জানিয়েছে।