কোস্তিয়ানতিনিভকাতে আক্রমণ

কোস্তিয়ানতিনিভকাতে আক্রমণ হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
v

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এবার ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকাতে হামলা হয়েছে। দখলদাররা নির্দেশিত বোমা দিয়ে কোস্তিয়ানতিনিভকাকে আক্রমণ করেছে।

হামলার ফলে ২ জন নিহত হয়েছে। এছাড়াও ২ জন আহত হয়েছে। জরুরী উদ্ধার তৎপরতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ইউক্রেনীয় সেনা নতুন করে হামলা হলে তা আটকাতে প্রস্তুত রয়েছে।