নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার জেনিন শহর ও শরণার্থী শিবিরে এবং হাসপাতালে ব্যাপক সামরিক অভিযান ও ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরে সামরিক অভিযানে ২০ জনেরও বেশি লোক আহত হয়েছে। জানা গিয়েছে, পশ্চিম তীরের বেথলেহেম, হেব্রন এবং রামাল্লায় অভিযানের সময় ১৫ বছর বয়সী এক বালকসহ তিনজন নিহত হয়েছেন।
এই হামলার কারণে টেলিযোগাযোগ বিঘ্নিত হয়েছে এবং শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। যার ফলে সাধারণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। শুধু তাই'ই নয়, ইসরায়েলি বাহিনী হাসপাতাল চত্বর ঘিরে রেখেছে।