নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ৮ টি এলাকায় হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। সেগুলি হল হপটিভকা, ভোভচানস্কি খুতরি, ক্রাসনে পার্শে, নভোমলিনস্ক, ডভোরিচনা, জাপাদনে, কোটলিয়ারিভকা এবং বেরেস্টভ। হামলার ফলে এলাকাগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে এই এলাকাগুলিতে বড় আকারের কোনও ধ্বংস বা হতাহতের ঘটনা ঘটেনি।