'নাশকতামূলক' গোষ্ঠীর হামলা! আহত ৩

'নাশকতার' হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন বেলগোরদের গভর্নর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নভবচভ

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার বেলগোরদ অঞ্চলের গভর্নর সোমবার বলেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী গ্রেভোরন শহরে রুশ ভূখণ্ডে প্রবেশকারী ইউক্রেনের 'নাশকতামূলক' গোষ্ঠীর হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। 

আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। গ্লাডকভ বলেন, "বেলগোরদের একটি প্রশাসনিক ভবনে গোলা আঘাত হেনেছে এবং তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী জামোস্তে গ্রামের একটি কিন্ডারগার্টেনেও গোলা আঘাত হেনেছে, যেখানে আরও এক নারী আহত হয়েছেন।"

গ্ল্যাডকভের মতে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে এবং রাশিয়ার অপারেশনাল সার্ভিসগুলো সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে।

বেলগোরদের গভর্নর বলেন, "রুশ সশস্ত্র বাহিনী, সীমান্ত বাহিনী, ন্যাশনাল গার্ড এবং রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) শত্রুকে নির্মূল করার জন্য ব্যবস্থা নিচ্ছে।"