নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ছটার সময় দাগেস্তানে মাখাচকালা ও ডারবেন্টে নামের দুটি একটি সিনাগগ ও একটি অর্থোডক্স চার্চে বন্দুকবাজ হামলা করে। জানা গিয়েছে বন্দুকবাজের হামলায় পুলিশের দুই আধিকারিক, একজন নিরাপত্তা কর্মী ও এক ফাদারের মৃত্যু হয়েছে। পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। বন্দুকবাজের হামলায় ১৩ জন আহত হয়েছেন। দুই শহর কার্যত স্তব্ধ হয়ে পড়েছে।
/anm-bengali/media/media_files/wSZsP5SvwmEg0SnpY67l.JPG)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)