নিজস্ব সংবাদদাতাঃ আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দেশ। মৃত্যু হল একের পর এক মানুষের। উৎসব বিষাদে পরিণত হল পাকিস্তানে (Pakistan)।
/anm-bengali/media/post_attachments/briwgruydEkg0SLZSOiO.jpg)
জানা গিয়েছে, শুক্রবার বেলুচিস্তানের (Balochistan)মাসতুংয়ে একটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন।
/anm-bengali/media/post_attachments/UzBSny16p7nwzfzMBQyD.jpeg)
এক কর্মকর্তা জানিয়েছেন, ঈদ মিলাদুন নবী উপলক্ষে যে মসজিদে লোকজন জড়ো হচ্ছিল, সেই মসজিদের কাছেই বিস্ফোরণটি ঘটে।