নিজস্ব সংবাদদাতাঃ হাইতিতে ভয়াবহ বন্যার ফলে হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সি (ডিপিসি) সোমবার জানিয়েছে, সপ্তাহান্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে জল ঢুকে পড়ায় ১৩ হাজার ৬০০ টিরও বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ডিপিসি জানিয়েছে, বন্যায় ৮৫ জন আহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। হাইতির পশ্চিম, উত্তর-পশ্চিম, দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলে সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাত হয়েছে।
ডিপিসির প্রধান জেরি চ্যান্ডলার বলেন, 'সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমে, যেখানে রাজধানী পোর্ট-অ-প্রিন্স অবস্থিত। ওয়েস্ট, নিপস, সুদ-এস্ট, নর্ড-ওয়েস্ট এবং সেন্টার বিভাগের প্রায় ১৩,৪০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।'