নিজস্ব সংবাদদাতাঃ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৩৭ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। ক্যামেরুন, বুরকিনা ফাসো ও আইভরি কোস্ট থেকে আসা ৪৬ জন অভিবাসীকে বহনকারী নৌকাটি প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে উল্টে যায়।
ইতালিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি চিয়ারা কারদোলেত্তি নিশ্চিত করেছেন যে নিখোঁজদের মধ্যে দুটি শিশু রয়েছে, তাদের মধ্যে একজন নবজাতক। জীবিতদের উদ্ধার করে ল্যাম্পেদুসা বা তিউনিসিয়ায় নিয়ে যাওয়া হয়।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো জানিয়েছেন, তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটির উৎপত্তি হয়েছে।
বেঁচে যাওয়া ব্যক্তিরা আইওএমকে জানিয়েছেন যে তাদের নৌকাটি প্রচণ্ড বাতাসে ডুবে গেছে, যার ফলে বর্তমান ধারণা ৩৭ জন নিখোঁজ রয়েছে এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।