পার্টিতে চলল গুলি! নিহত অনেক

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার মিসিসিপি নদের প্রদেশ ইলিইনোইসে বন্দুকবাজের হামলা। শিকাগোর কাছে ইলিইনোইসের উইলোব্রুকে স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ অবৈধ রাস্তা দখলকে কেন্দ্র করে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই এলোপাথাড়ি গুলি চালাতে দেখা যায় বন্দুকবাজদের। গুলির আঘাতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু, ৫০ জনের বেশি মানুষ জখম হয়েছে বলে খবর।