নিজস্ব সংবাদদাতাঃ সেনেগালের রাজধানীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ডাকারের উয়াকাম এলাকার ডেপুটি মেয়র নাদেই টপ গুয়েয়ে বলেন, 'ভোরে নৌবাহিনী মৃতদেহ উদ্ধার করে এবং তারা যে ধরনের নৌকায় ছিল তা অভিবাসী বলে মনে করা হচ্ছে।'
স্প্যানিশ সাহায্য সংস্থা ওয়াকিং বর্ডারসের মতে, 'লোকজন কোথা থেকে আসছে, তারা কোন জাতীয়তা বা কোথায় যাচ্ছে তা স্পষ্ট নয়। কিন্তু আটলান্টিক অভিবাসন পথটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী, ২০২৩ সালের প্রথমার্ধে প্রায় ৮০০ মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।'