নিজস্ব সংবাদদাতাঃ বন্দুকবাজের হামলায় প্রাণহানির ঘটনা ঘটল মেক্সিকোয়। সেদেশে চলছিল গাড়ির রেস। সেই রেস চলার সময় বন্দুকবাজরা হামলা চালায় সেখানে। এর জেরে ১০ জন রেসারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ৯ জন আহত হয়েছে। আহতরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বন্দুকবাজের হামলার ঘটনাটি ঘটেছে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া এলাকায়।
ঘটনা নিয়ে বাজা ক্যালিফোর্নিয়ার স্টেট অ্যাটর্নি জেনারেল অফিসের তরফে জানানো হয়েছে, সান ভিন্টেসা এলাকায় চলছিল রেসিং শো। অনেক রেসার অংশ নিয়েছিলেন সেখানে। সেই সময় বন্দুকবাজরা সেখানে ঢুকে পড়ে। তারপর গুলি চালাতে শুরু করে। পুলিশ জানিয়েছে, গাড়ি রেসিংয়ের গ্যাস স্টেশনের কাছে এই হামলা চালানো হয়েছে। হামলার ফলে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছে।
এই ঘটনা নিয়ে বাজা ক্যালিফোর্নিয়ার মেয়র আর্মান্দো আয়ালা রবলেস জানিয়েছেন, স্টেট অ্যাটর্নি জেনারাল রিকার্ডো ভ্যান আরপিও স্যাঞ্চেজ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছেন। তদন্তদল এই ঘটনার তদন্ত করছে।