নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় বন্দুক ও ছুরি নিয়ে সজ্জিত একটি মিলিশিয়া গ্রুপ কমপক্ষে ১০ জনকে হত্যা করেছে। মধ্য আফ্রিকার বিশাল দেশটির অপর পাশে সংঘাতের কারণে গভীরতর সংকটের সর্বশেষ ঘটনা এটি।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আদেলার্দ এনকিসি জানিয়েছেন, রাজধানী কিনশাসা থেকে মাত্র ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) দক্ষিণে ইপঙ্গি গ্রামে মোবন্ডো নামে একটি মিলিশিয়া গোষ্ঠী বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয়।
এনকিসি বলেন, 'অজ্ঞাত সংখ্যক লোককে মিলিশিয়া সদস্যরা অপহরণ করেছে। প্রাদেশিক সরকার ওই এলাকায় নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে।'