নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দীপাবলি উৎসব বরিশাল মহাশ্মশানে ২০০ বছরের বেশি সময় ধরে উদযাপিত হচ্ছে, যা ভূত চতুর্দশীর পুণ্য তিথিতে অনুষ্ঠিত হয়। এই উৎসবে হিন্দু ধর্মাবলম্বীরা প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান।
মহাশ্মশানের আয়তন প্রায় ছয় একর, যেখানে কাঁচা-পাকা মিলিয়ে ৬৫ হাজারের বেশি সমাধি রয়েছে। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ ভারত, নেপাল এবং অন্যান্য দেশ থেকে এখানে এসে তাদের প্রয়াত আত্মীয়দের স্মরণ করেন। এই সময় সমাধিতে প্রিয় খাবার ও পোশাক রাখা হয়, যা মৃতের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে।
মহাশ্মশান রক্ষা কমিটির সদস্য সুশান্ত ঘোষ উল্লেখ করেছেন, এখানে কবি জীবনানন্দ দাশের পরিবার, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী দেবেন ঘোষ, দানবীর অমৃতলাল দে ও শিক্ষাবিদ কালিচন্দ্র ঘোষের মতো বহু খ্যাতিমান ব্যক্তির সমাধি রয়েছে।
এবারের উৎসবের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং মেলা বসবে। পুলিশ কমিশনার জানিয়েছেন, শান্তিপূর্ণ উদযাপনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
এভাবে, বরিশাল মহাশ্মশানে দীপাবলি উৎসব একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিগণিত হচ্ছে, যা যুগ যুগ ধরে সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়ে আছে।