দেশের পরিস্থিতি শান্ত হতেই বৈঠকে রাষ্ট্রপতি

দেশ জুড়ে চলছে বিক্ষোভ। সেই বিক্ষোভের আঁচ কিছুটা কমতে পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট। 

author-image
Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
paris protest.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: টানা প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ এবং দাঙ্গার পর ফ্রান্সের পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর পর থেকে দেশ জুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়। সেখান থেকেই দাঙ্গার সূত্রপাত। এই সময় ফ্রান্সে প্রায় ৪০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার হয় হাজারেরও বেশি বিক্ষোভকারী। 

তবে মঙ্গলবার পরিস্থিতি কিছুটা শান্তি ছিল। এদিন ফরাসি পার্লামেন্টের দুই কক্ষের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। তবে দেশে পুরোপুরি বিক্ষোভ বন্ধ হয়েছে, সেটা বলা যাচ্ছে না। এখনও ফ্রান্সের বেশ কিছু জায়গায় বিক্ষোভ চলছে।