নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের ওপর ইরান প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার প্রায় সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা বেজে ওঠে। ইজরায়েলের প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাসস্থান ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়। ইজরায়েলের সাধারণ মানুষ প্রাণভয়ে নিজেদের বাসস্থান ছেড়ে সঙ্গে সঙ্গে বাঙ্কারে আশ্রয় নেয়। মঙ্গলবার সন্ধের পর থেকে বেশ কয়েক ঘণ্টা ধরে ইজরায়েলের ওপর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও বর্তমানে সেই হামলা বন্ধ রয়েছে। যদিও ইজরায়েলের সামরিক বিভাগের তরফে জানানো হয়েছে, এই হামলায় ইজরায়েলের কোনও প্রাণ হানির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ইজরায়েলের ওপর হামলার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা বিদেশ সচিব ব্লিঙ্কেন। তিনি বলেন, এই হামলায় সারা বিশ্বের নিন্দা করা উচিৎ। অন্যদিকে, ইরানের হামলার প্রশংসা করছে হামাস। অন্যদিকে, ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার পরিণাম ইরানকে ভুগতে হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইজরায়েলের ওপর ইরান এই প্রথম হামলা করছে না। চলতি বছরেই আরও এক বার ইরান ইজরায়েলের ওপর হামলা করেছে। হামাস, হিজবুল্লাহ ও ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষস্থানীয় নেতাকে হামলা করে হত্যা করেছিল ইজরায়েল। তারই প্রতিশোধ ইরান নিল।