জাওয়ানদের দেখেই শুরু গুলিবর্ষণ, হল বিস্ফোরণ

বান্দরবানের (Bandarban) রুমা উপজেলায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (KNA) বিচ্ছিন্নতাবাদী গ্রুপের বিরুদ্ধে অভিযানে দুই সেনা সদস্য (Army) নিহত ও দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

author-image
Pritam Santra
New Update
army

নিজস্ব সংবাদদাতা: বান্দরবানের (Bandarban) রুমা উপজেলায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (KNA) বিচ্ছিন্নতাবাদী গ্রুপের বিরুদ্ধে অভিযানে দুই সেনা সদস্য (Army) নিহত ও দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়, সুংসাংপাড়া আর্মি ক্যাম্পের জারুলছড়িপাড়া এলাকায় সশস্ত্র অপরাধীদের আস্তানা রয়েছে বলে সেনাবাহিনী খবর পেয়েছিল। মেজর মনোয়ারের নেতৃত্বে একটি দল মঙ্গলবার ওই এলাকার দিকে রওনা হয়। দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ওই দল জারুলছড়িপাড়ায় পৌঁছালে কেএনএ বিচ্ছিন্নতাবাদীরা বিস্ফোরণ ঘটায় এবং হঠাৎ গুলি চালাতে শুরু করে।