নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তান সীমান্তের কাছে ইরানে প্রবেশের চেষ্টারত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ছয় ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন।
রাজধানী তেহরান থেকে প্রায় ১,৩৬০ কিলোমিটার (৮৫০ মাইল) দক্ষিণ-পূর্বে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে এই লড়াইয়ের ঘটনা ঘটে। সূত্রে খবর, হতাহতের ঘটনার পর জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, তবে বিস্তারিত কিছু জানা যায়নি।
সংঘর্ষে দুই সীমান্তরক্ষী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সীমান্তরক্ষীরা এই হামলার জন্য কোনো গোষ্ঠীকে দায়ী করেনি এবং তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।