উত্তর গাজার নাগরিকদের কাছে সেনা বাহিনীর আবেদন

গাজার অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। গাজা শহরে পানীয় জল, খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। এই মুহূর্তে সেনা বাহিনী গাজার নাগরিকদেরকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গাজার সেনা বাহিনী গাজার নাগরিকদেরকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে। গাজা শহরের বাসিন্দারা বিশেষ করে পুরাতন শহর জাবালিয়া এবং শুজাইয়ার আশেপাশের এলাকাগুলির নাগরিকদের অনুরোধ করা হয়েছে অবিলম্বে খালি করার জন্য। যাতে ওয়াদি গাজার দক্ষিণে আবাসিকদের নিরাপদে পৌঁছানো যায়। 

hiring.jpg

হামাস উত্তর গাজার উপর তার নিয়ন্ত্রণ হারিয়েছে। সেই কারণে তারা গাজার দক্ষিণে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছে নাগরিকদের। তবে সেনা বাহিনীদের তরফ থেকে নাগরিকদের জন্য এক হেল্প লাইন চালু করা হয়েছে। সেনা বাহিনী সাথে যোগাযোগ করতে হলে: +97250-341-0322 এই নম্বরে ফোন করতে হবে। এছাড়া এক টেলিগ্রাম অ্যাকাউন্টে রয়েছে। যেটি হল @gaza_saver।

hiren