উৎতপ্ত বাংলাদেশ- এবার প্রভাব সীমান্তে

উৎতপ্ত বাংলাদেশ- এবার প্রভাব সীমান্তে- কি খবর জানা যাচ্ছে?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
e

File Picture

নিজস্ব প্রতিনিধি: উৎতপ্ত বাংলাদেশ, দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরছে ভারতের পড়ুয়ারা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্তপ্ত থাকায় ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানিতে পড়ল প্রভাব। উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির জেরে হিলি সীমান্তে পণ্য নিয়ে দাঁড়িয়ে সারি সারি ট্রাক। শনিবার ভারতের প্রায় ৬০ টি ট্রাক সীমান্ত পেরিয়ে কাচামাল নিয়ে বাংলাদেশে গেলেও সূত্র মারফৎ জানা গেছে বাংলাদেশের ব্যবসায়ীদের তরফ থেকে শনিবার-ই ভারতের রপ্তানী ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয় যে রবিবার ও সোমবার তারা ভারত থেকে কোন পণ্য আমদানি করবেন না।

d

যদিও ভারতের ব্যবসায়ীদের অনুরোধে শুধু সিদ্ধান্ত বদল করে শুধু কাচামাল আমদানি করতে বাংলাদেশের ব্যবসায়ীরা রাজি হওয়ায় রবিবার-ও ভারত - বাংলাদেশ হিলি সীমান্ত দিয়ে কাচামাল বোঝাই ট্রাক বাংলাদেশে গিয়েছে। অপরদিকে বাংলাদেশের উৎতপ্ত পরিস্থিতির জেরে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার  সংখ্যা নেমেছে তলানিতে। উল্টো দিকে বাংলাদেশে থাকা ভারতীয়রা হিলি সীমান্ত দিয়ে নিজেদের দেশে ফিরছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ৭ টি বাস বোঝাই ৩২২ জন ভারতীয় ও নেপালী ছাত্র হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরেছে। জানা গিয়েছে, তারা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ মেডিক্যাল কলেজের পড়ুয়া। হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন-এর সহ সভাপতি রাজেশ কুমার আগরওয়াল জানিয়েছেন কাচামাল ছাড়া অন্য কোন পণ্য বর্তমানে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকায় ভারতের ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হচ্ছে, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকার কারনে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে ভারতের ব্যবসায়ীদের যোগাযোগ করতে সমস্যা হচ্ছে৷

Adddd

 . .. . . . . . . . . . . . . . . . .  .. . . . . . . . . . . . .  . . . .  .. .  . ..  . .. .   .. . . . . . . .  . . . . .. . .  . . ..  . . .. .  . . .. . . . .  . ..  . .. . . . . .  . . . .. . . .  .. . . . .  ..  . ..